ভাল মন্দের কালিমা
আজহারুল ইসলাম আল আজাদ
রোগীও না,সুখিও না, নয় সুস্থ মন
যা আছে আরো চায় টাকা কড়ি ধন
চাকুরী সুবাদে নেয় সুদ ঘুষ বেশিবেশি
বাদ বিচারহীন ফুর্তিতে চলে দিবা নিশি।
যত মক্করই করো প্রভু জানে সব মক্কর
যতই শক্তিধর হয়ে কর বাহাদুরী ফক্কর,
টাকার উপর শুয়ে বসে দেখাও টক্কর্
জানবেই না একদিন খেয়ে যাবি চক্কর।
খেতে খেতে পেট হল সুদ ঘুষের পাহাড়
করতে পারে না আহার কমবে বাহার,
এমনি দিন চলে আসে বুঝেনা প্রভাত
বিছানায় শুয়ে শুয়ে হতে হয় কুপোকাত।
নাশিকার হর্ন বাজে, ট্রেন চলে বুকে
ব্রেক ফেল, নিথর দেহ হয়ে যায় ফিকে
পরিবারসহ সৎ অসৎ সম্পদ রেখে,
যেতে হয় ভাল মন্দের কালিমা মেখে।