"ভালবাসার নেশায় পাগল"
আজহারুল ইসলাম আল আজাদ
------------------------------------------------------
সুপ্তপাপড়ি মেলার আগেই
শাখাটি শুকিয়ে কাঠ ,
,
ঝুলন্ত পাপড়ি অপুষ্টিতে ভোগে
বেধঘুটে জোড়ায় ধরেছে ফাট।
,
গায়ে গায়ে লেগে শক্ত  পাথর
আর পাতাটি, মরো মরো
শিরাগুলি জরো জরো।
,
একটু খানি নিঃশ্বাস
পড়ছে আর উঠছে,
পাপড়ির মা কান্ডটি শাখার শোকে
অসুস্থ্য নিজে ব্যথায় ভুগছে।
,
,বিশ্বাস আর অবিশ্বাসের
মাঝে দন্ডায়মান;
শুধু অষ্টপ্রহর গুনছে।
,
বুক ভিজিয়ে ব্যকুল।
পাতার ভাজে ভাজে জল,
চোখের পাতায় ঘুম নেই;
,
কখন কে এই সুপ্ত কলিটি নিয়ে
লুকিয়ে দেহটি ছিড়ে ছিড়ে
নেশার ঘোরে ভোগ করবে,
ভালবাসার নেশায় যে
আজ অনেকে পাগল।