ও পাড়াতে করোনা রোগী
এ পাড়াতে হাম,
বাইরে তোরা যাসনে বাবু
বলছি তোমায় থাম।

শুনছি আরো পাশের গায়ে
বেরেছে মশার উৎপাত,
নামী দামী লোকগুলো এখন
মরছে হঠাৎ হঠাৎ।

হাম করোনা ডেংগু এখন
নিত্য দিনের সাথী,
কে মরবে কে বাঁচবে
কার যে কি নিয়তি।

পাশের বাড়ীর লোকগুলো
এসেছে ঢাকা থেকে
করেছে লকডাউন ঐ বাড়িটি
প্রশাসনের থেকে।

যাসনে বাবু ওদের বাড়ী
একটু ধৈ্য্য ধর,
ওদের বাড়ী যেতে পারবে
১৪ টি দিন পর।

এসব কথা ভাল লাগেনা
বাবু পালায় সুরুত করে,
আর কতকাল থাকবে
বাবু বন্দী আপন ঘরে।