উপদেশ যেন উপহাস
আজহারুল ইসলাম আল আজাদ।
১২/০১/২০২১

ঘুম থেকে উঠে দেখি
দুটি শালিক উঠোনে,
বাসা ত্যাগ করেছে
আহারের সন্ধানে।

এধারে ও ধারে ঘুরে
যাহা পায় লয় ঠোঁটে
ধান চাল খুদ ভাত খুঁজে 
কপালে যা জোটে।

ছানারে খাওয়াবে
তাই  থাকে উপোবাস,
এভাবে কেটে যায়
বহু দিন বহু মাস।

শীতের কষ্ট জানেনা ছানা
বুঝে না বর্ষা ঝড়,
ব্যথাসব নিয়ে মাতা বুকে
বাঁধে জগদ্দল পাথর।

ছানার পাখনা গজালে পাখি
পরের ঘরে করে বসবাস,
জন্মদাতা হয় অযোগ্য
উপদেশ যেন উপহাস।