উপমা
আজহারুল আল আজাদ

ক্ষুধার্ত সারমেয়
আলে আলে ঘোরে,
উড়ন্ত গৃধ্র'র
নজর গোভাগারে।
বজ্জাত বানর,
তালে তামাসা করে,
দাদন ব্যবসায়ী,
আসল রেখে
সুদ নিয়েই মরে।
হারাম রোজগারের
পিছে পিছে ঘুরে।
অশান্ত মন
শান্তি খোঁজে।