উম্মুক ম্লান
আজহারুল ইসলাম আল আজাদ

উকি মেরে দেখি
বার বার দেখি
দেখি তোমার মুখ,

শয়নে স্বপনে দেখি
হৃদ মাঝারে দেখি
পাই যেন সুখ।

আশায় অাশায় থাকি
নিরাশার পথ ভুলে
আশায় বাঁধি বুক,

দেখে দেখে ভুলি
পুরনো স্মৃতি
সকল যাতনা দুখ।

তোমায় দেখে
মরনেও বাঁচি
জেগে উঠে  প্রান,
.
শুধু চোখে জল
ভালবাসার ফল
হয়নি উম্মুক ম্লান।