তোর বাবুটা কেমন হবে?
আজহারুল ইসলাম আল আজাদ

জন্ম যারে দিলা ভবে
তারেই চিনতে সময় লাগে
কেমনে জানবে জন্মের আগে
তোর বাবুটা কেমন হবে?

আদর যত্ন সোহাগ দিয়ে
কাঁদলে বেড়াও কোলে নিয়ে
কাঁন্না থামাও মজা দিয়ে
কান্ড দেখো চেয়ে চেয়ে।

কেমনে জানবে জন্মের আগে
তোর বাবুটা কেমন হবে?

সেই বাবুটা বড় হয়ে
জাতকুল মান ডুবে দিয়ে
ঝাপ দেয় সে প্রেম সাগরে
সংসার পাতে তোমায় ছেরে।

কেমনে জানবে জন্মের আগে
তোর বাবুটা কেমন হবে?

বাপ মানেনা মা মানে না
ভাই মানে না জীবনে,
নিজের হাতে সারে তিন হাত
নিজকে বড় ভাবে ভুবনে।

কেমনে জানবে জন্মের আগে
তোর বাবুটা কেমন হবে?