বাঁশ বাগানের জোনাই
আলো নিয়ে ছোটে,
তুমি আমার চাঁদ
আলো বিলাও মুঠে মুঠে।
হাজার তারার মাঝে
তোমায় খুঁজে পাই,
সৃষ্টিতে রূপশী তুমি
তোমার তুলনা নাই।
মুখের হাসি রাশি রাশি
আমার ধরায় পড়ে,
ধরার মাঝে পড়শি যারা
নিয়েছ আপন করে।
ফুল পাখিরা আত্মহারা
তোমার আলো পেয়ে,
ভ্রোমরা সব গুনগুনিয়ে
বেড়ায় মধু খেয়ে।
জ্বলিছ পুরিছ নিজে
আলো দিয়েছ ভবে,
তোমার মত উদার হতে
পায় না কেন সবে?