তোমার দেয়া মস্তিস্ক,আর বিবেক,
কিভাবে কেমনে করি ব্যবহার?
বুদ্ধি খাটিয়ে ঠকাই আর করি,
সদা অন্যায় আর অবিচার।
চক্ষু দিলে দেখিবার,কিন্তু কেন?
মায়ারজালে রাখলে করে বন্দী।
চাওয়া আর পাওয়ার মাঝে করি,
জাল জুয়াচুরির ফিকির ও ফন্দি।
নাসিকা দিলে নি:শ্বাস লইবার
কেন দিলা ক্ষমতা গন্ধ বুঝবার?
লোভলীয় গন্ধের করি আশা
আশায় আশায় হয় সর্বনাশা।
বাহু আর পা দিলে শক্তির সঞ্চারী,
বাহুবলে সদা করি মারামারি।
বসায়ে দিলে প্রজনন যন্ত্র মধ্যখানে
সৃষ্টির রহস্য সেথা রেখেছ গোপণে।
হৃদয় দিলা কিন্তু আলো দিলা না
হৃদয় হল মোর আধাঁরের কারখানা।
ওগো বন্ধু তোমারি সবি
আমার মাঝে আমি শুন্য একজনা।
আমায় দাওগো আলোর কণা।
বিশ্ব চরাচরে রাতের আধাঁরে,
আলোর দিশারীএকফালি চাঁদ।
সেই আলোর একবিন্দু আলো
দিয়ে আমার হৃদয়কে
আলোকিত করগো প্রভু পুরাও মনোরথ।
বাঁশ বাগানে আলোর দেয়ালী জালিয়ে
জোনাকিরা ছড়ায় জ্যোতি,
জোনাকীর মত বিলাতে আলো
দাওগো প্রাণনাথ।
অাধাঁরে অন্তর কালিমায় কালো,মুছায়ে কালো
দাওগো আলো করি যেন
তোমার ইবাদত।