তোমার মাথার এলোকেশ
মেঘের চেয়েও কালো;
তোমার চোখের কালো মনি
আমার মনের আলো।

তোমার সুন্দর মুখের মাঝে
সুন্দর ঠোঁটের হাসি;
সেই হাসিতে হার মেনেছে
রাতের তারা শশী।

তোমার কন্ঠে মধুর আওয়াজ
যেমন বাজে বাঁশী;
একটুখানি আওয়াজ পেলে
বারে বারে আসি।

তোমার কানে ঝুমকা দোলে
নাকে নাক ফুল;
তোমার ভালবাসায় আমি
হারালাম জাত কুল।

তোমার বুকের মধ্যখানে
আমায় দিও ঠাঁই;
প্রেম যমুনায় একই সাথে
সাঁতার দিতে চাই।