তোমার ত্রিসিমানা
আজহারুল ইসলাম আল আজাদ
তোমার ত্রিসিমানায় দন্ডায়মান হব না
তোমার সুরতহাল দেখতেও চাইব না,
স্বার্থপরতা আমাকে ছুয়েছে তাই না
তাই বলে তুমি তো ঠিক আছ বল না।
তুমি জানো না
আমাকে আর জড়াইও না,
চন্দ্র রজনী উজ্জ্বল করে সে আলো
ধার করা, তবে মিষ্টি রজনীর গল্প
শুনাতে কেন?
চন্দ্রের মিষ্টি জোস্না হলেও চন্দ্রের গায়ে
কলংক আছে।
সুর্যের ত্রিসিমানায় চন্দ্র দন্ডায়মান হয় না,
তোমার ত্রিসিমানায় দন্ডায়মান হ ব না ।