-----------------------------------------------------------------------
সীমানা প্রাচীরের কাটা তারের বেড়ায়
                    আটকা পরে,
প্রিয়া তুমি আমার ভালবাসার মৃত্যু ঘটালে।
তোমার লেখা চিঠিটা পাইনি আজও
তোমায় হারায়ে খুঁজি বাতাসের ভাঁজে ভাঁজে।
নিদারুন  বাস্তবতায় তোমার ছবি দেখি-
রংধনুর সাত রংয়ের মাঝে।
খুজে পাই তোমায়,
নিলিমার নিলাম্বরী শাড়ীর আঁচলে আঁচলে।
অপেক্ষার প্রহর গুনছি
যদিও পার হব ভাবছি,
গোলাপের কাটাবিঁধল প্রানে,
তোমার ছবিটি ভাসে চোখের নদীতে।