তোমাকে খুঁজি গাঁও গ্রামের হাটে
তোমাকে খুঁজি তেপান্তরের মাঠে।
তোমাকে খুঁজি বকুল ফুলের মাঝে
তোমাকে খুঁজি সকাল দুপুর সাঁঝে।
তোমাকে খুঁজি বট বৃক্ষের ডালে
তোমাকে খুঁজি প্রভাতের কালে।
তোমাকে খুঁজি দুর্বা ঘাসের ডগায়
তোমাকে খু্ঁজি কলমী লতার পাতায়।
তোমাকে খুঁজি নিলাম্বরীর নীলে,
তোমাকে খুঁজি পুকুর নদী বিলে।
তোমাকে খুঁজি আষাঢ়ের বন্যায়,
তোমাকে খুঁজি শ্রাবণের কান্নায়।
তোমাকে খুঁজি ফাল্গুনের আগুনে
তোমাকে খুঁজি আশ্বিনের কাঁশ বনে।
তোমাকে খুঁজি কার্তিকের নবান্নের দেশে
তোমাকে খুঁজি মাঘ মাসের শেষে।
তোমাকে খুঁজি বৈশাখের তাপ দাহে
তোমাকে খুঁজি চৈত্রের পশ্চিমা বায়ে।
তোমাকে খুঁজি জৈষ্ঠের ফল ফলাদিতে
তোমাকে খুঁজি পৌষের কুয়াশার চাদরে
তোমাকে খুঁজি ভাদ্রের আদরে,
তোমাকে খুঁজি অগ্রহায়নের ধানের গন্ধে।
তোমাকে খুঁজি কুল মাখলুকের গুল বাগে
তুমি যে আমার কবিতার পংক্তি
আমার সুরের রাগিনী
তাই তোমাকে খুঁজি শূধূ তোমাকে খুঁজি।