শীতের প্রকোপ সহেনা শরীরে
রক্ত বাধিছে জমাট,
শিশিরে ভিজিছে মাথার চুল
কে খুলিল শীতের কপাট?
উত্তর অঞ্চলে কঠিন কুয়াশা
দক্ষিন অঞ্চলে রোদ,
বস্ত্রহীন কাপিছে থর থর,
ঠান্ডায় হারায়ে বোধ।
শিশুরা ছুটিছে ধুলায় খেলায়
শীতের মালুম নাই,
কুকুরগুলো আরামে ঘুমায়
যেখানে পায় তারা ছাই।
বস্ত্রপড়া মানুষগুলো তাই
ছোটে আগুনের পানে,
ছিন্নবস্ত্র মানুষগুলো ঘুমায়
কোথাও বস্ত্র বিহনে।
একই জীবনে কারো সুখ
কারো সীমাহীন দুখ,
হাহাকার জীবন কাটে তার
ভালবাসা ভরা বুক।