আমার আকাশের চাঁদকে
হঠাৎ ছেয়ে নিল কালো মেঘ
হাসিটুকু হারিয়ে গেল নিমিষে,
বুকের মাঝে উৎকন্ঠা উদ্বেগ।
তারকারা রয়েছে ঘিরে চতূর্দিক
মেঘের আড়ে হাসতে চায় চাঁদ
আলোয় আঁধারে মিশে একাকার,
অতীত উপার্জন সবই বর্বাদ।
মেঘের বর্ষণে আর ঘর্ষণে
ক্ষনিক আলো ক্ষনিক আঁধার
সে আলোয় মন ভরেনা,
ধরণীর বুকে ব্যথার পাহাড়।
জোনাকিদের আর নাচন নেই
লুকিয়ে রয়েছে ঝোপ ঝাড়ে,
তবুও চাঁদ আমার হাসতে চায়;
রঙ- বেরঙের মেঘের আড়ে।