তিথি
আজহারুল ইসলাম আল আজাদ।

তিথি আমারে ব্যস্ত রেখে পার পাবে
হয়না,
তোমারে ব্যস্ত রেখে নিজেকে গড়ব
সেটি মোর কামনা।
তোমার তালে চলার শক্তি নেই বলে
আলস্য জীবন চাইনা।
সূর্যের মত আলো বিলাতে বিলাতে
ডুবে যেতে চাই,
বিকিরণ পরশে হে তিথি করেছো ব্যস্ত
তোমার তুলনা নাই।