করনার ভয়ে ঘুমাও জাতী ঘরে,
মিশিও না জনার্কীর্ন লোকালয়ে,
হাসি কাশী মাথা ব্যথা হতে পারে,
যাদের হয়েছে থেক তাদের থেকে দুরে।
সাবধানতায় থেকে সাবানে হাত ঘসে,
কোথাও যেতে হলে যাইও মাক্স পড়ে।
ভালবাসার আচঁলে বেধনা প্রিয়জনে,
রেখনা হাতে হাত করনা মোলাকাত,
মৃত্যুপুরী এখন শুধু সাধের ধরাধামে
সাধ্যমত চল সবে ঘরে ঘরে করি ইবাদত।
জীবন দিয়েছেন যিনি রক্ষা করবেন তিনি,
তাকেই ডাকতে হবে করতে হবে জিকির,
তার মত কেউ আছে হেকিম রক্ষা করবার
নিমিষে সব শেষ হবে যে সকল ফন্দি ফিকির।
জমিনে আসমানে সৃষ্ট গজব হয় যত্রতত্র
প্রকৃতির কাছে নি:স্ব মানবজাতী অসহায় মাত্র
অসহায়ের সহায় তিনি বাঁচা মরার মালিক
তিনি গফ্ফার তিনি রহিম তিনি সবার খালিক