উদাস মনে বাউন্ডুলে -
এদিক সেদিক ছুটি
শেষ বিকেলে জোটে না
একটুকরো রুটি।
যৌবনেরি যত খেলা
খেলি আপন মনে,
মান অভিমান কাকে বলে
জানিনা জীবনে?
ছেলে বেলা কেটে গেলো
হাসত খেলতে,
যৌবন কাল কেটে গেল
দেখতে দেখতে।
বিয়ে হল সব হল শেষ
কিছু রইল না জীবনে।
অসময়ে ঘোর কাটল
শক্তিহীন মনে।
সময় থাকতে ওরে মন
করলি না উপার্জন,
মরার ভয়কে সামনে রেখে
করলি না চরিত্র গঠন।