ঠান্ডা মামা ঠান্ডা মামা
গরম কালে কোথা থাকো?
এত ডাকি তোমায় আমি
ধরা কবু দাও নাকো?

ঠান্ডা মামা ঠান্ডা মামা
শীতের কালে কেন হাসো?
আমি মরি তোমার জ্বালায়
দোহাই লাগে গরমে এসো,

জানি মামা আমি জানি
গরম কাল তোমার জম!
পানি বরফ তোমার বন্ধু
আগুনে তোমার আটকে দম।

মোটা কাপড় তোমার শত্রু
লেপ কাঁথা চিরদিনের শত্রু
হালকা একটু হাওয়া এলে
ভাবো তোমার এল মিত্র।

-------------------------------------