তালবাহানার যুগে
কেবা আছে সুখে,
মরছে ধুকে ধুকে
ভিন্ন প্রকার রোগে।
অপসংস্কৃতির ভুতে
সমাজ করল গ্রাস,
মৌলভী পুরোহিত করছে
ধর্মীয় সন্ত্রাস।
পদে পদে বিপদ
চলা কষ্টকর,
সংকায় থাকতে হয়
সদা অষ্টপ্রহর।
ভিন্নপ্রকার মানুষ
ভিন্নপ্রকার মতের
সমাজ দ্বিধা দ্বন্দে
অভাব হয়েছে সত্যের।
যে যার মত চলে,
মনে যা আসে তাই বলে,
চলা বলার ভুলে
মন পুড়ে অনলে।