তাহারে চাই আমাতে
আজহারুল ইসলাম আল আজাদ

তাহারে রাখিতে চাই
হৃদয়ের কোঠরে,
বাঁধিয়া রাখিতে চাই
প্রণয় ডোরে,
খুঁজিয়া পাই যেন
তাহারে আমাতে
মরিতেও পারি যেন
নামটি জপিতে।

ঘর্মাক্ত দেহখানি
নীল হইবার কালে,
শোকাতুর নয়নে
চাহিয়া ভাসিব জলে।
দেখিতে চাই রাঙা প্রভাত
তাহারি নয়নে।
হ্স্তে রাখিয়া হস্ত
চোখ মুদিব অবসরে।

তাং-০২/১০/২০২০