টেডি যুগের বউ।
কিসের এত বায়না ধরছ
মনটা কেন ভারী?
সহজ কথায় রাগের কন্ঠ,
পাওনি বুঝি শাড়ী?
স্নো পাউডার গয়নাপাতি
সবি দিলাম তোরে,
কোন কাজে শান্তি নাই
বেরছ নালিশ করে।
নালিশ কর সালিশ কর মন
যাহা চায় কর;
সব স্বাধীনতা পেয়েও কি
উদার হইতে পার?
লজ্জা হল নারীর ভুষন
লজ্জা থাকা চাই,
হাফ ব্লাউজ গায়ে পরে
কর রুপের বড়াই।
টেডি যুগের নারী তুমি
পুরান যুগের শাশুড়ী
পর্দা করার কথা বললে
কয়ে বেরাও টারী টারী।
তুমিও যখন মা হবে
আসবে ঘরে বউ,
তোমার সাথে এমন ব্যবহার
করবে কিন্তু সেও।