শুভ নববর্ষ;
আজহারুল ইসলাম আল আজাদ
০১.০১.২০২২
শীত শুভ্র কুয়াশাচ্ছন্ন ধরাতলে
একটি জীবন যেন একটি ফুল,
গন্ধ বিলাক ছন্দ মিলাক ভুলে যাক
জীবনের অতীত যত ভুল।
ভুলে যাক অমানিশা স্মৃতির কথা
জন্ম হোক হৃদয়ে আগামীর সুপ্রত্যাশা
সুবাসিত ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জনে
কেটে যাক ক্লান্তি আসুক সফলতা।
অবুঝ মনে জেগে উঠুক বুঝের প্রসারতা
ধ্বংস হোক অপশক্তি বন্ধ হোক কুকৃষ্টি;
নিপাত যাক গায়বি গজব করোনা দুর্যোগ
কুপ্রভাব থেকে মুক্ত হোক শিক্ষা সাংস্কৃতি।
মুখে মুখে ফুটে উঠুক ন্যায় নিষ্ঠ মধুর ছন্দ,
শুভ নববর্ষ জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
শুভ নববর্ষ।