সুখ
আজহারুল ইসলাম আল আজাদ

তোমাকে ধরতে চেয়ে
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
যাই অনেক দূরে,

তোমার বিপরীত এসে
খাচ্ছে দেহের হাড় মাংস
আস্থি কুঁড়ে কুঁড়ে।

শরীর আমার মাটি
মাঠের রাখাল ঘাটের মাঝি
নেয়নি মোরে সাথে,

তোমার যেন অট্টহাসি
তরঙ্গ তালে বাঁশির মত
বাজে প্রতি রাতে।

দিনে ছোটা ছুটি
কায়ক্লেশে লুটে পুটে,
ফিরি শুন্য হাতে।

মরণ আসে হেসে
ফিরে যায় হয়নি সময়
যুদ্ধ তোমার সাথে।

তাং- ২৬.১০.২৩
রাত-৯'০০