সুখ লুকোচুরি খেলে চোখের আড়ে,
ভেসে এসে হারিয়ে যায় বারে বারে,
কোন গহীন গহ্বরে?
দশ দিক খুঁজি পাইনা তোমায়
স্মৃতিময় হয়ে আছ ছায়ার সাগরে
মিলিয়েছ কোন অন্তরে।
পৃথিবীটা যার নরক যন্ত্রনার
এতটুকু সুখ কাকে বলে?
খুঁজি পথে প্রান্তরে।
দুঃখের সাগরে যায় ওপারে
ওপারের সবি তার অজানা
জানবে সে কোন মন্ত্ররে।
হৃদয় মাঝে শুধু জালা,
খেলো হাতে রেখে জীবন মরন খেলা
দু'আত্বার দু' ফোটা পানির নহর
জীবাত্বা তার ভেতরে সাদা ও কালা।