অাজি এ মন
গেয়ে যায় গান
হয়ে উচাটণ
উদাস সমীরণ
বহে সারাক্ষণ।
নদে এল বাণ
ভরাটও যৌবন,
মেঘলা গগণ
বুকে শিহরণ।
খোলা বাতায়ণ
যদি আসে সুজন,
মেলিয়া নয়ন
করিতে আপন
করিব আলিঙ্গন।
রাখিব অন্তরে
সদা যতন করে,
শয়নে স্বপনে
খাতায় লিখিব
কাব্য আকারে।