তোমার বিরহে মন কাঁদে
স্রোত ছোটে আঁখি তটে,
অপেক্ষার রজনী কেটে
ভানু যায় পাটে।

বলেছিলে,
কোন কাক ডাকা ভোরে,
আবার আসবে ফিরে,
আমার স্মৃতির আয়নাতে।

সে দিন এসেছিলে,
কেঁদেছি সারাটি দিন
অতীত দিনগুলি ছিল রঙ্গিন
সামনে ছিলে স্বপ্নিল।

বারণ করি তুমি আসবে না?
আর কখনও আসবে না,
স্মৃতি টুকু মুছে যাক
স্মৃতি জাগাতে চাই না।