স্মৃতির পল্লব
আজহারুল ইসলাম আল আজাদ
রংপুর, বাংলাদেশ।
০১৭১৪৯১০২৫৯

শান্তির নীরে ঘুমাও প্রিয়ে  
জেগে রই পাশে,                    
বার বার স্মরণে আমার                                                  তোমার স্মৃতি ভাসে।
মেলান পল্লব এখন দূর্লভ                              লজ্জাবতীর মত,
তুমি আমার কবিতার চরণ
ডাইরিতে শত শত;
আঁখিতে জল অবিরত।