কুয়াশার জটলায় পড়ে
হারিয়ে গেছে রবি,
আলো নেই শুধু শিশির
বদল হয় পৃথিবীর ছবি।
উদাল গায়ে পাখিরা
গেয়ে চলেছে গান,
বৃক্ষ দাড়িয়ে শীতের
ঝাপটায় বলবাণ।
শুধু মানব জীবনে শীত
হার কাঁপুনি শীত,
শীতহীন মহিয়াণ রয়েছে
অবশিষ্ট মাখলুকাত।
বনের পশুকে কেউ কখন
কাপড় করিছে দান?
শীত তাদের লাগে কি না?
জানে প্রভু মহান।
উষ্ণ শীত নরম কঠিণ সরম
সবই মানব অনুভবে
সৃষ্টি মানব কল্যানে, পরকালে
মানুষের হিসেব হবে।