হাজার কোটি তাঁরার মাঝে
তোমার ছবি দেখি,
মনের খাতায় রং তুলিতে
তোমার ছবি আঁকি।

নীলাম্বরীর নীল আঁচলে
সাজিয়ে দেব তোমায়,
রংধনুর রং আলতা করে
মাখাব তোমার গাঁয়।

সাঁঝের বেলা নীল আকাশে
আবীর যখন ছায়,
মৃদ্যু হাওয়ায় শাড়ীর আঁচল
গগণ পানে ধায়।

সকাল সন্ধ্যায় নীলে খুঁজি
স্মৃতির আঙ্গিনায়।
হারানোর ভয় তখন ও ছিল
যখন ছিলে চেতনায়।

ভালবাসো নাই বা বাসো
দুর থেকে চাইব,
প্রেমের ঘাটে  খুঁজে খুঁজে
একদিন তো পাইব।

আমার হাতের মসি দিয়ে
ঠিক সাজিয়ে তুলব,
কবিতার খাতায় তোমায়
রাঙিয়ে  তুলব।