শ্রাবণ দিনে
আজহারুল ইসলাম আল আজাদ
শ্রাবণের কালো মেঘ
জমেছে আকাশে,
মাটি মেঘ মুখোমুখি,
কয় কথা বাতাসে।
বাইরে যাব কি?
নেই মোর ছাতা যে,
দূরু দূুরু কাঁপে ছাতি,
ঘুরে যায় মাথা যে।
তোমার বলা কথাগুলো
জমেছে হৃদয়ে,
বলব তোমায় আমি
শ্রাবণ বিদায়ে।