সভ্যতার দাড়ি কমা
আজহারুল ইসলাম আল আজাদ
সবার পিছনে সবাই লাগা
ধরণীতে চলে মোরগ যুদ্ধ,
কেহ এরিয়ে চলে জিততে
কেহ কারো দাড়া অবরুদ্ধ।
কেহ সিন্ডিকেট করে করে
কুটি টাকা করে ইনকাম
কেহ ঘুষ নিয়ে চুপচাপ কেহ
আটি চোষে কেহ খায় আম।
কেহ কথার ঢেউ তুলে
সে ঢেউয়ে সাঁতার কাটে
শুরু হয় প্রতিযেগিতা,
গ্লানির হাড়ি ভাঙ্গে হাটে।
বিজয়ের কীর্তন গেয়ে নাচে
সভ্যতার দাড়ি কমা নেই,
ভীন দেশিদের পিছে ছুটে,
দেশকে বিকাতে পায়ে লুটে।