সোনালী ধান
আজহারুল ইসলাম আল আজাদ
সোনালী ধানের শীষে হেমন্তের সোনাঝরা হাসি
উঠানময় সোনা হাসে রোদ পড়ে রাশি রাশি।
এখন ব্যস্ত চাষী সোনার ধানে ভরবে গোলা,
ধান কাটা আনা লোকারণ্যে ভরছে দোলা।
ঝাড়ু লয়ে ছুটে বধু উঠান করতে পরিস্কার।
ধান গোছাতে ব্যস্ত ডালি কুলো হাতে তার।
ভুলে আহারের কথা,কাজে দিন হয় গত,
ক্ষুধায় কাঁদে শিশু ধানের কাছে সে অনাহত।
কাজ শেষে মাতা শিশুরে লয় কোলে তুলে,
দিনের সকল খাটুনি তার মুখ চেয়ে যায় ভুলে।
বাংলার মাটি জল বায়ুর তুলনা হয়নি কারো সাথে
সোনার ধানে ভরছে গোলা,বাঙালি মোরা মাছে ভাতে।