সম্পর্ক হারালে
আজহারুল ইসলাম আল আজাদ

চাঁদকে দেখি মেঘের আড়ালে,
মেঘকে দেখি জল হয়ে গড়ায়ে
ধরিত্রীকে পাশ কেটে যায় নহরে,

জীবন প্রবাহে পেয়েছি তোমারে
ফিরে কি পাব তোমায় হারালে?
ধরা কি দিবে সামনে দাড়ালে?

বাগিচার ফুলগুলি মৃত্তিকায় পরলে
পচে পচে মিশে যায় মৃত্তিকার সংগে
চাওয়া পাওয়ার আশা যায় ফুরায়ে।

খোকা-খুকি তাজা ফুল কুড়ায়ে
মালা গেথে নিজ গলাতে পড়িয়ে
তাজা ফুলের মালাটুকু শুকালে,

ছিরে ছিরে ফেলায় দেয় ভাগারে,
সব কিছু ফুরায় সম্পর্ক হারালে।

তারিখঃ১৭/১২/২০২৪
রাতঃ ৯:৪০