প্রচারে প্রচারে প্রসার ঘটে
কোথা যেন আপত্তি করে খেলা?
সময়ের গান অসময়ে গেয়ে
সংকুচিত হয়ে পাঠে বসে বেলা।
স্মৃতির বদলে বিস্মৃতিগুলো
অবিরাম মনে দেয় দোলা,
নিন্দুকের কাজ নিন্দার ঝড় তোলা
কার্য সম্পাদনে সদা উত্তমের খেলা।
চায়ের টেবিলে হাটে বাজারে
উঠে ঝড় বার বার "ভাল হল না'
সেটিও যে প্রচার, প্রসার ঘটে
এগিয়ে যাওয়ার মাধ্যম সমালোচনা।