সহজ সহজ কথাগুলো
যায় না বলা সহজে,
নিজের তালে ঠিক সবাই
ভাইরাস ধরছে মগজে।
কথার পিটে কত কথা
সকল কথা যুক্তির,
ভালো করতে ভুল করে
পথ খোঁজে মুক্তির।
নিজ স্বার্থে স্বার্থবাদী
পর স্বার্থে স্বার্থপর,
নিজের খেই হারায় ফেলে
দুঃখে নড়বর।
তারপরও পরের দোষ
দিতে সবাই ব্যস্ত
নিজের গুন জাহির করতে
সকলজন অভ্যস্ত।
কথার সাথে কাজের
দেখি আজ গড়মিল
মিথ্যায় তুষ্ট সবাই
সত্যের মাথায় খিল।
সহজ সহজ কথাগুলো
যায়না বলা সহজে,
নিজের তালে ঠিক সবাই
ভাইরাস ধরছে মগজে।