তোমার ছবির হাসিটা আমার প্রান ছুঁয়ে দিয়েছে, না জানি তুমি কত সুন্দর!
তোমার কোমল মুখায়বে নরম তুলি লাগিয়েছে, তিনি বা কত সুন্দর।
কর্ণ লতিকায় সাজানো স্বর্ন ঝুমকো পাতার দুল,
ঠোঁট দুটো আবির রাঙা যেন ফটন্ত গোলাপ ফুল!
সাত রঙে সাজানো তুমি
ছবির ছবি দেখেই নির্জনে করি বিলাপ
আহা!ভালবাসি তোমায়,
সবি সুন্দর তোমার, সদা তুমি মহাপ্রতাপ।
যার সৃজনে তুমি সুন্দর না জানি তিনি কত সুন্দর!
তোমার কোমল মুখায়বে নরম তুলি লাগিয়েছে
তিনি বা কত সুন্দর!