শীতে মায়ের শান্তনা
আজহারুল ইসলাম আল আজাদ
এমন শীতে মাগো আমায়
জামা কিনে দাও!
শীতের জ্বালায় মরছি মাগো
মরন দেখতে চাও!
মা বলে আগুন তাপাও
আসছে সূর্য মামা,
সূর্য মামা এলেইতো আর
লাগবে নাতো জামা।
খড় বিছানো বিছানায় মা,
ঘুম আসেনা চোখে,
শীত সহেনা শরীরে মা
পেট কাঁদে যে ভোকে।
মা বলে চোখ মুদলে
কেটে যাবে রাত,
সকাল হলে কাজে গেলে
খেতে দিবে ভাত।
কালকার মত ভাগ করে
শান্তি মত খাব,
শান্ত ছেলে ঘুমাও এখন
জামা কিনে দিব।
ঘুঁটের গাদায় আগুন জ্বালে
আর ক'দিন কাটে?
বোতল খুঁজতে আর পারিনা,
শহর বন্দর হাটে।
কতজনে কম্বল পেল মা
মোদেরটা কোথা?
মা বলে শোন খোকা,
ভাল জানেন খোদা।