সিরিজ কবিতা-২
কালো মেঘে  রুপালি জল
আজহারুল ইসলাম আল আজাদ

মেঘেরা সব জমাট বাঁধে নীলাকাশের গায়ে
কালো ওড়না উড়ে প্রিয়ার পুবালি বাতাসে,
রাঙ্গা ঠোঁটে রংধনু রং হাসে আকাশ ছুঁয়ে,
ঐ গায়ে আকাশী বিবি ভারে পরেছে নুয়ে।

কালো চুলের কালো বেনি গোঁজা গোঁজা ফুল,
নাকের ডগায় ঘামের ফোটা ফুটন্ত বকুল
আকাশ পানে আপন মনে তাকিয়ে চাতক,
মেঘের কোলে রোদ হাসে উড়ে সাদা বক।

গোড়া ছাড়া আলক লতা ভিনবৃক্ষে বাস,
মেঘেদের জন্ম জলে বসত নিলাকাশ,
কালো মেঘে রূপালী জল রূপার মত জ্বলে
ধুসর ধরায় সবুজ শ্যামল সোনার ফসল ফলে।

মোবাইল: ০১৭১৪৯১০২৫৯
রংপুর, বাংলাদেশ।