আমি শিক্ষক আমি রক্ষক নহি দূরাচার
আমি সমাজের অামি ন্যয়ের অহংকার।
          আমি শিখি আমি শেখাই,
          আমি দেখি আমি দেখাই,
           আমি বলি আমি বলাই,
         আমি অফলায় আমি ফলাই,
        আমি আঁধারে আলো জ্বালাই।
          আসে খোকা অবুঝ বোকা
         আসে শিশু অজানা সবকিছু
          আমি শেখাই সম্মুখ ও পিচু।
          আমার কথন করে শ্রবণ
          শিখে শিশু আচার আচরণ।
আমি দীপ্ত নহি ক্ষিপ্ত আমি সকলের
আমি সভ্য আমি শান্ত সর্বদা মঙ্গলের,
          আমি লেখি আমি লেখাই,
          আমি ছবি এঁকে শেখাই
          তারা শিখে আমায় দেখে
  আমি শিশুদের বাঁধি মায়ার বাঁধনে
  সারাদিন রাখি তাদের অতি যতনে।
আমি শিক্ষক আমি বিবেক সমাজের
আমি নিষ্ঠার  শিষ্ঠাচার আতংক মুর্খের।