শেষ প্রহর
আজহারুল ইসলাম আল আজাদ
কেউ শোনেনা আমার পাঁজর ভাঙ্গার গান,
শেষ প্রহরে সবাই করে প্রিয় মান-অভিমান?
অনেকে সুধায় আমারে, কেমন আছি আমি?
বলতে পারিনা হৃদয় আজ হয়েছে বধ্যভূমি।
যুদ্ধ চলে নিত্য হেথা কাক শকুনের বাস
খাবলে খাবলে মগজ খেয়ে চলে বারোমাস,
শক্তিশালী রক্তনালি যেন আজ চরাঞ্চল
চৈত্রমাসে পোড়া বালুতে পুড়ছে পায়েরতল।
গিঁটে গিঁটে ইঁটের ভাঁটা কয়লা পোড়ার গন্ধ
সেই আগুনে পুড়ছে আমার বেঁচে থাকার ছন্দ।