শেষ বিচার
আজহারুল ইসলাম আল আজাদ
ভরা বাগিচায়,
গোলাপ গাদা শিমুল পলাশের পাপড়িগুলোর অকৃত্রিম ভালবাসায়,
মনটা বড়ই আহ্লাদিত
আবেগে আপ্লুত।
নব নব ফুলের কলিরা ফুটে সুগন্ধি ছড়ায়
সে বাগিচায় বুলবুলিরা খেলা করে,
ডালে বসে দোল খায়,
মধু আহরণ করে ভ্রমর,
প্রজাপতিরা পাখনা মেলে উড়ে,
পাল্লা দেয় আসমানীর সাথে।
রং ছড়ায় ধরার মাঝে সৃষ্টি হয় নতুনত্বের।
সৃষ্টি হয় নতুন যুগের।
রুপালী নদী এঁকেবেঁকে চলে,
সাগরের সাথে মিশে সাগর রুপ ধরে।
ভুলে যায় শিখরের কথা।
উৎপত্তি স্থল থেকে ছিন্ন হওয়ার উপায় যে নেই।
বিলীন হয়ে যায় বাগিচা,
আসে নতুন মালি,
জন্ম হয় নতুন চারার,
আবারও জাগে গভীর অনুরাগে।
যৌবনে ফুলে ফেঁপে উঠে।
বিলীন হওয়ার প্রক্রিয়ায় চলমান,
পরিবর্তনশীল পৃথিবীতে সকল কিছুই প্রক্রিয়াধীন।
কিন্তু আমার শেখর তোমা হতে,
বিলীন হলেও পাশে রেখ,
শেষ বিচারের দিন।