আমার ভুবনে গোপন
ভালবাসা জাগে নিশুতি রাতে,
মরা নদীর শেষ যৌবনে ;
চর জাগে বসন্তের বাতাসে।
নরম হাতের পরশে নাচে যৌবন
অকালে যেন চুম্বক সম চুম্বনে,
ব্যস্ত জীবন ছেয়ে যায় অন্ধকারে,
শিরাগুলি নিস্তেজ যৌবনের কম্পনে।
শান্তির উড়ন্ত পায়রাগুলো
সময়ে সময়ে গলায় গলা জুড়ে,
ডানা ঝাপটিয়ে ঘুরে ঘুরে ;
প্রেম প্রেম খেলে উড়ে উড়ে।
শেষ বসন্তে ঝড়া ফুলে ফুলে
গন্ধহীন পাপড়ী পড়ে খুলে খুলে,
আসে না ভোমর গায় না গান;
বয়সে যৌবনবাগ হয় শ্বশান।
প্রজাপতিরা মধু লোভে লোভে
ডাল থেকে ডালে কলি চুষে চুষে,
না পেয়ে মধু বিষন্ন বদনে ঘোলাটে,
নয়নে থাকে আধমরাবেশে বসে।