সে আসবে
আজহারুল ইসলাম আল আজাদ
২৫.১২.২০২১খ্রিঃ
একা থাকি,
গোটা ঘরে আমার স্বাস- প্রস্বাসের
গন্ধ আমাকে রাখে জড়ায়ে,
বালিশটি চ্যাপ্টা লেগে লেগে হাড্ডিসম
তাতেই ঢাঁশ করে ঘুমে নিজেকে হারায়ে।
থাকি একলা ঘরে একা,
কার যেন ঠোঁট আমার গালে চুমু দেয়,
তার নিঃস্বাস টুকু মিশে আমাকে জাগায়,
আমি জেগে উঠি ভালবাসার কথা বলি
তার উরুতে বসি জড়িয়ে ধরি বলব আমি
তোমায় ভালবাসি ভালবাসি ভালবাসি।
ঘুম ভাংলে কার যেন কানের লতিকার
ঝুমকো পাশা আমার চোখের মনিতে
দোল খায়। প্রবাহমান শিরা উপশিরা
আবেগ উদ্বেগে করছে টন টন নীল বেদনায়;
আমার ঠোঁটে চুমুক একাকার লালায় লালায়।
কেটেছে শৈশব কৈশর আর তারুন্যতা
ও পারার অতুলদা মাঝে মাঝে এসে,
আমার খাবার প্লেটে একটু চিরা ভিজায়ে,
মরিচ লবন সহ খক খক খেয়ে হেসে হেসে,
সাথী হয়ে শুয়ে গান গাইত গুন গুনিয়ে।
আর আমার ভালবাসার কবিতাকে,
টেনে হিছড়ে ক্ষত বিক্ষত করে আমাকে
বলত কি সব ছাইপাশ শব্দকে নিয়ে
ছড়া বানিয়ে ভালবাস সেই শব্দ গুলোকে।
জোস্নারাতে নির্ঘুম চোখ মাঝে মাঝে
আমার বাম পাঁজরের মানুষটিকে খোঁজে,
হয়রান হয়ে না পেয়ে বিলাসীকে বুকে
নিয়ে তার ভীতরের রসটুকু শুষে রোজে।
শরৎবাবুর মেজ দিদি,রবীঠাকুরের নৌকা ডুবি
পাঠে ডুবে যেতাম প্রেমের অতল সমুদ্রে।
মাঝে মাঝে মনে হত সে আসছে আসছে
কবিতা গল্প ছড়ারুপে খাতার পাতায় পাতায়,
রাখি যতন করে, সে আসবে দেখবে, বসে
দিন গুনছি পূর্ণতা পাবার আশায় আশায়।।