স্বপ্ন যেন সত্যি না হয়।
আজহারুল ইসলাম আল আজাদ।

আজ সকাল থেকে মোবাইলটির
রিংটোন বাজেনি,
উষ্ণ অভ্যর্থনা কেউ জানায়নি,
আমারও ব্যস্ততায় আমি কাউকে,
কোন ভাল কাজের অভিনন্দন জানাইনি।

প্রিয় মানুষটি নিত সকালে একটি গোলাপ পাঠিয়ে সম্ভাষন জানায়,
সারারাতের সঞ্চিত ভালবাসাটুকুু আমাকে দিয়ে সে নিঃস্ব হয়ে যায়।
আজকে কেন জানালো না?

আমিও আজ ইচ্ছে করে কাউকে
কিছু বলিনি, তাতো নয় ব্যস্ততায় পারিনি,


সকাল দশটা হঠাৎ  মোবাইলটি বেজে উঠল
ধরলাম আমাকে বলা হলো তোমার প্রিয় মানুষটি পৃথিবী  থেকে চির বিদায় হয়েছে,

কান্না থামাতে পারছিলাম না,
ঘুম থেকে জেগে দেখি এটি ছিল স্বপ্ন।

সকল বন্ধু ভাল থেক।