কষ্ট যতই হোক
আমাকে পৌঁছাতে হবে সেই ঠিকানা,
যেখানে কেউ গেলে,
আর ফিরে আসে না!
ফিরবে কেমনে?
বন্দীশালা! নেই কোন দরজা জানালা!
এ ধরনীর বুকে ও তো বেশ,
জ্বালা আর যন্ত্রণা।
এ জগত বড় মায়া ময়
আনন্দ হাসি কান্না জড়িয়ে রাখে,
হাজার হাজার মর্ম বেদনা।
কষ্টগুলো নষ্ট হবে
মৃত্যু গুলো কুড়ে কুড়ে খাবে পাশে,
আপনজন থাকবে না।
পৃথিবী আমায় আর জালাইও না,
কোন এক সময় তোমার বুকে ;
আমি থাকব না। থাকবই না।