স্বাধীনতা মানে
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
স্বাধীনতা মানে,
ফুটন্ত কলির সু -ঘ্রান
স্বাধীনতা মানে
বন্দী পাখির মুক্তির গান।
স্বাধীনতা মানে,
কারারক্ষীর মুক্তির স্লোগান
স্বাধীনতা মানে,
পদ্মা মেঘনা যমুনা বহমান।
স্বাধীনতা মানে,
প্রতিক্ষিত প্রেমালিঙ্গন
স্বাধীনতা মানে,
খোলা আকাশে বিচরণ।
স্বাধীনতা মানে,
সাত রঙ্গের উদিত রংধনু
স্বাধীনতা মানে,
বসন্তে ফোঁটা ফুলের রেনু।
স্বাধীনতা মানে,
দুরের কোন রাখালের বেনু,
স্বাধীনতা মানে,
সবুজ শ্যামল ফসলের মাঠ
স্বাধীনতা মানে,
বাংলার কোন গাঁয়ের হাট।
স্বাধীনতা মানে
আঁধারে জলন্ত কোন প্রদীপ
স্বাধীনতা মানে
বাংলার খোকা শেখ মুজিব।