স্বাধীনতা
আজহারুল ইসলাম আল আজাদ
এক পৃথিবীতে সুর্য সন্তান
পরিচিত একজন,
বাংলার আকাশে উদিত
শেখ মুজিবুর রহমান।
একটি তর্জনীর ইশারায়
নিরাশ জাতী দিক ফিরে পায়
ব্যঘ্র গর্জণ ৭ই মার্চের ভাষণ,
জাতী কুলে তরী ভিরায়।
কানপেতে শোনে তার বজ্র কন্ঠধ্বনী
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এ বক্তব্যে শিহরণ জাগে
হৃদয় মাঝে,
নিরস্ত্র বাঙ্গালী বুক পেতে দেয়
পাকিস্তানীরা চালায় গুলি
চলে রক্তের খেলা,
দীর্ঘ নয় মাসে আসে স্বাধীনতা।