স্বাধীন পতাকার জন্য
আজহারুল ইসলাম আল আজাদ
০৩/১২/২১ খ্রিঃ
বাংলার আকাশ তোমারে শুধাই
সেদিন কেমনছিলে?
পাষন্ড নর খাদকেরা ধোঁয়া তুলে
কি রুপ করেছিল তোমার নীলে।
বাংলার বাতাস তোমারে শুধাই
সেদিন কেমনছিলে?
মেশিনগানের শব্দে বিবর্ণ রং
গায়ে মেখে কেমন খেলেছিলে?
বাংলার নদী তোমারে শুধাই
সেদিন কেমনছিলে?
লাখ শহীদের রক্ত স্রোত নিয়ে
কোনসুদুরে গিয়েছিলে?
বাংলার মাটি তোমারে শুধাই
সেদিন কেমনছিলে?
তোমার বুকে জন্ম নিয়ে
কেমনে বীর মৃত্যুকে মেনে নিলে?
বাংলার আকাশ বাতাস নদী মাটি
জানাল দুঃখ ভারাক্রান্ত মনে
কষ্ট ভুলে স্বাধীন পতাকা তুলে
ছিনিয়েছি পতাকা স্বাধিকার রণে।