ছন্দ শক্তির সঞ্চারী
       মো: আজহারুল ইসলাম আল আজাদ।
--------------------------------------------------------------
ধরনীর বুকে ওহে পথিক
লহ প্রকৃতির বাতাসের গন্ধ

স্মৃতির পাতায় জীবনের খাতায়
রচিও একটি  মর্মগাঁথা ছন্দ।

জীবন নদীর হলেও মরন
কালে কালে স্বরিবে বিশ্ব ভুবন।

কলমের কালি যদিও কালো,
নেই তার কারুর সাথে দ্বন্দ্ব।

মানব মনে শক্তির সঞ্চারী
আলো ছড়ায় ছুঁড়ে ফেলে মন্দ।